আয় করি বিডি - ফ্রিল্যাসিং টিপস https://aykribd.blogspot.com/2022/06/Magistrate-Affidavit-Process.html

ম্যাজিস্ট্রেট এর মাধ্যমে হলফনামা করার পদ্ধতি

ম্যাজিস্ট্রেট এর মাধ্যমে হলফনামা করার পদ্ধতি

সম্মানিত সুধী আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আলোচনা করব প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এর মাধ্যমে কিভাবে একটি হলফনামা করাবেন সে বিষয়টি নিয়ে আপনাদের অনেকেরই হয়তো বা জাতীয় পরিচয় পত্র ভুল থাকে কিংবা পাসপোর্টে ভুল থাকে কিংবা এসএসসি কিংবা এইচএসসি সার্টিফিকেট ভুল থাকে সেটি হতে পারে আপনার নিজের নামের ভুল কিংবা আপনার পিতা-মাতার নামের এই সমস্ত ভুল গুলো আপনারা যখন সংশোধন করতে চান তখন ওই প্রতিষ্ঠানে থেকে বলা হয় যে আপনারা প্রথমে একটি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের থেকে ফলাফল বার কুড়িয়ে নিয়ে আসুন তো  আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনারা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এর মাধ্যমে একটি হলফনামা সম্পাদন করাবেন এবং এই করার জন্য আপনাদের কি কি কাগজপত্র লাগবে কত টাকা খরচ হতে পারে কিংবা কতদিন লাগতে পারে এ বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব ।

এফিডেভিট করার খরচ, হলফনামা করার নিয়ম, এফিডেভিট ফরমেট বাংলা, এফিডেভিট এর নমুনা, এফিডেভিট বিবাহ, হলফনামা নমুনা ডাউনলোড, হলফনামা কি এবং কেন, এফিডেভিট কি,


হলফনামা:

প্রথমে জেনে নেই হলফনামা বিষয়টি কি হচ্ছে কোন বিষয় সম্পর্কে লিখিত কয়েকটি বক্তব্য বলতে চাচ্ছেন যে এই বক্তব্যটি আমার জানামতে সঠিক তো ওই বক্তব্যটি আপনি যখন লিখিতভাবে স্ট্যাম্পে লিখবেন সেটি কিন্তু হালকা মা হিসেবে গণ্য হবে।

এখন প্রশ্ন হচ্ছে আপনি সেটি হবে না কিন্তু এটি অবশ্যই একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের সম্মুখে অথবা নোটারি পাবলিকের সম্মুখে এই আপনার যে হলফনামা কি আছে সেটিতে আপনার সিগনেচার করতে হবে তবেই এটি বৈধতা পাবে।

এখন প্রশ্ন হচ্ছে যে আপনাদের মনে হয়তো বা প্রশ্ন আসতে পারে যে কোন হলফনামা গুলো আমি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের সম্মুখে করবো আর কোন হলফনামা গুলো আমি লটারি পাবলিক সম্মুখে করব এটি নিয়ে কিন্তু আপনাদের মনে প্রশ্ন আসে সে ক্ষেত্রে আপনাদের বিভ্রান্ত হওয়া প্রয়োজন নেই আপনারা যে কাজের জন্য হলফনামাটি করবেন ওখানে কিন্তু লিখা থাকবে যে এটি কার মাধ্যমে করা। 

আপনি যদি জাতীয় পরিচয় পত্রের নাম সংশোধন করতে চান কিংবা পাসপোর্টে নাম সংশোধন করতে চান বা পিতার নাম মাতার নাম ভুল সংশোধন করতে চান সেখানে কিন্তু স্পেসিফিক ভাবে বলে তাই আপনাকে হলফনামাটি ।

প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এর মাধ্যমে করে নিয়ে আসতে হবে সুতরাং লেখা থাকে যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের থেকে করে নিয়ে আসতে হবে সেগুলো আপনারা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের প্রাথমিক করাবে না আর বাকিগুলো বাকি সমস্ত হলফনামা জীবন মানে কত জমি বিক্রির হলফনামা আবার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে সেগুলো আপনারা লটারি পাবলিক এর কাছ থেকে করতে পারবেন।

অনেকেই বিবাহের হলফনামা তালাকের হলফনামায় এগুলো আপনার শুধুমাত্র নোটারি পাবলিকের মাধ্যমিক করাতে পারবে এখন মূল বিষয় হচ্ছে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এর মাধ্যমে হলফনামা করাতে গেলে আপনাদের কোন কোন কাগজপত্রগুলো সাথে আনতে হবে এক্ষেত্রে আপনাদের যে কাজটি করতে হবে সেরকম একটি আপনাদের বলতে জাতীয় পরিচয় পত্র ভুল হয়ে থাকে সেটাই মূল কপি আপনার যদি পাসপোর্টের ভুল হয়ে থাকে সেটাই মূল কপি আপনার সার্টিফিকেট ভুল হয়ে থাকে সেটাই মূল কপি একইসাথে যে সমস্ত কাগজপত্র গুলো প্রমাণ করলে যে এই নামটি ভুল আছে সঠিক নামের যে সমস্ত কাগজপত্র গুলো আছে সেগুলোর মূল কপি নিয়ে আসতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র:

একই সাথে আপনার পাসপোর্ট সাইজের ছবি নিয়ে আসতে হবে এগুলো নিয়ে আসার পরে আপনার একটি হলফনামা প্রস্তুত করবে ২০০ টাকার স্ট্যাম্পে ক্ষেত্রবিশেষে ৩০০ টাকার স্ট্যাম্পে করতে হয় এই স্টেপে প্রস্তুত করার পরবর্তী তেমনি এই স্থানটি অর্থাৎ হলফনামাটি ম্যাজিস্ট্রেটের সম্মুখে দিবে ম্যাজিস্ট্রেট সেখানে আপনার আপনার সাথে কথা বলবে এবং হয়তোবা জবানবন্দি নিতে পারে।

১. প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো দেখতে পারেন পরবর্তীতে যদি ওনি সন্তুষ্ট হয় সেক্ষেত্রে আপনার আপনার হলফনামা তে স্বাক্ষর করে দিবে তো আপনার এই প্রচেষ্টা সম্প্রতি এক দিনের মতো সময় লাগে খুব বেশি চিন্তার কিছু নেই তবে আপনাদের যে সমস্ত সাপোর্টিং কাগজপত্র গুলো আছে সেগুলোর মূলকপি অবশ্যই নিয়ে যাবেন সেক্ষেত্রে আপনাদের কাজটি বিরম্বনার শিকার হবেন এখানে আপনাদের কাছাকাছি সেখানে যেতে হবে আর সেখানে আপনার যাবতীয় কার্যক্রম করে দেবে এটি ঢাকা জজকোর্টে জগন্নাথ ইউনিভার্সিটির কাছেই তো সেখানে আপনার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গেলে আর সেখান থেকে আপনার লাইগা এই সমস্ত হলফনামার যে যাবতীয় কার্যক্রম আছে এবং প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর স্বাক্ষর করিয়ে দিবে এই কাগজপত্র আপনার যখন হলফনামাটি সম্পাদন হবে।


সর্বশেষ:

আপনি সংশ্লিষ্ট অথরিটির থেকে অর্থাৎ আপনার যদি ভোটার আইডি কার্ড সংশোধনের প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে আপনি যে নির্বাচন কমিশনের অফিসে গিয়ে ওই ঘটনাটি জমা দিতে হবে এবং একইসাথে আপনার যদি পাসপোর্ট সংশোধন ব্যাপার থাকে সেক্ষেত্রে আপনাকে আমাদের জেলা পাসপোর্ট অফিসে সেখানে গিয়েই কাগজপত্রগুলো জমা দিতে হবে এই হচ্ছে মোটামুটি আজকের আমি মূলত বোঝানোর চেষ্টা করলাম যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কর্তৃক যে হলফনামা টি আছে সেটি করার পর প্রতিটি বিষয় নিয়ে যদি আপনাদের আরো কোন প্রশ্ন থাকে বা আপনার যদি কোন কিছু জানতে চান সেক্ষেত্রে আমাদের কমেন্ট করে কিন্তু আপনার প্রশ্নটিই করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ.

অন্যদের সাথে শেয়ার করুন

আয় করি বিডি
পোস্ট করেছেনঃ আয় করি বিডি
পোস্ট ক্যাটাগরিঃ
0 Comments

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন ??

আয় করি বিডি কী?